
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিদ্যুৎ ঘাটতির কারণে ইউক্রেন জুড়ে মোবাইলে নেটওয়ার্ক পাওয়ায় সমস্যা হচ্ছে। খেরসনসহ অন্য যুদ্ধক্ষেত্রগুলোতেও বর্তমানে বিনামূল্যে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ব্যায়বহুল স্টারলিংক স্যাটেলাইট ডিশ ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। তবে মাস্কের সাম্প্রতিক এক টুইটের পর এই ইন্টারনেট সেবা না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে কিয়েভের সামরিক বাহিনীর মধ্যে।
যুদ্ধের প্রথম দিকেই ইউক্রেনে কয়েক হাজার স্টারলিংক ডিশ পাঠিয়ে বাহবা কুড়িয়েছিলেন ইলন মাস্ক। ওয়াকি-টকি ও পুরনো স্যাটেলাইট ডিশের মাধ্যমে যোগাযোগ করতে বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু স্টারলিংকের আধুনিক প্রযুক্তিতে খুব দ্রুতই যোগাযোগ করা যায়। বর্তমানে এ ধরনের ২০ হাজার ডিশ ইউক্রেনের হাতে আছে। এ ডিশগুলোর অবস্থান রাশিয়ার পক্ষে শনাক্ত করা অসম্ভব হওয়ায় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী বিশেষ সুবিধা পেয়েছে।
তবে সম্প্রতি মাস্ক এক টুইটে লেখেন,’অন্য কম্পানি হাজার কোটি ডলার মুনাফা করে গেলেও স্টারলিংক লোকসান গুনছে।’
এই টুইটের পর শঙ্কা তৈরি হয়েছে ইউক্রেন বাহিনীর মধ্যে। এক সাক্ষাৎকারে ৫৯ ব্রিগেডের কমান্ডার মেজর রোমান ওমেলেচেনকো বলেন,’মাস্ক সত্যিই অর্থায়নের কথা বলেছেন, নাকি পরোক্ষভাবে আমাদের অতি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন- এটা নিয়ে আমরা সংশয়ে।’
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin