
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ভারতের গুজরাট রাজ্যের মরবি শহরে মাচ্ছু নদীতে ধসে পড়া শতাব্দী প্রাচীন সেতুটি মঙ্গলবার (১ অক্টোবর) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আহতদের দেখতে তিনি যান মরবির একটি হাসপাতালে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে সময় লাগবে।
সেতু ধসে প্রথমদিকে ১৪১ জনের মৃত্যুর কথা বলা হলেও এখন কর্তৃপক্ষ বলছে, নিশ্চিত মৃতের সংখ্যা ১৩৪। তবে এখনো উদ্ধার অভিযান শেষ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সেতু ধসে মৃত্যুর ঘটনায় নিম্ন পর্যায়ের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেতু সংস্কারের কাজ পাওয়া ওভেরার কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মরবির সেতুর বিষয়ে অভিযোগ উঠেছে, সংস্কারকাজ শেষের পর নির্ধারিত সময়ের আগেই তা খুলে দেওয়া হয়েছিল। সূত্র বলছে, সংস্কারের সময় ঝুলন্ত সেতুটির কয়েকটি পুরনো তার পরিবর্তন করা হয়নি।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সেতু ধসের ব্যাপারে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এ দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে সময় লাগবে।’
ঘটনাস্থল পরিদর্শনকালে উদ্ধারকাজে যুক্ত এনডিআরএফ এবং সেনাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন মোদি।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin