বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরছেন ভারতে থাকা ৪৬ জেলে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট

দেশে ফিরছেন ভারতে থাকা ৪৬ জেলে

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ভারতে থাকা ৪৬ জেলের দেশে ফিরছেন।

মঙ্গলবার যে কোন সময় তারা বেনাপোল স্থল বন্দর অতিক্রম করবেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে ঝড়ের কবলে উপকূলের পাথরঘাটা, বরগুনা, কলাপাড়া, পিরোজপুর, ভোলা, বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানের মাছ ধরা ট্রলার ডুবে যায়। পরে ভাসতে ভাসতে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় অতিক্রম করার অপরাধে ওই দেশে সীমান্তরক্ষী বাহিনী আটক করে। দীর্ঘদিন আইনি বেড়াজালে এসব জেলেদের ভারতে থাকতে হয়েছে। তার মধ্যে ইউনুছ নামে একজন জেলে মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশ সরকার সহ ভারতের সরকারের কাছেও ধরনা দিয়েছেন।

পুর্বের অভিজ্ঞতায় ভারতে আটক থাকা জেলেদের ফিরে আসা নিয়েও অনিশ্চিয়তার মধ্যে ছিল জেলেদের স্বজনরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনার পরপরই আমি ভারতে একাধিকবার জেলেদের ফিরিয়ে আনতে গিয়েছি। ভারতে একটি আশ্রয় কেন্দ্রে ৪৬ জন জেলে আটক ছিল। মঙ্গলবার সন্ধ্যার পরে বেনাপোল চেকপোস্টে আসবে। সেখানে বিএসএফ ও বিজিবি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফেরত দেয়ার কথা রয়েছে।

সেখানে আইনি প্রক্রিয়া শেষে আজ যে কোন সময় বাংলাদেশে ঢুকবে। তাদের বাড়ি পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলায়।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]