শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পথ অবরোধ বলসোনারো অনুগত লরি চালকদের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট

পথ অবরোধ বলসোনারো অনুগত লরি চালকদের

নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর হেরে যাওয়া সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক এবং অনুগত লরি চালকরা রাস্তা আটকে দিয়েছে। ব্রাজিলের মাত্র দুটি প্রদেশ বাদে সব স্থান থেকেই রাস্তা আটকে দেওয়ার খবর এসেছে। এরই মধ্যে যাতায়াতে বিঘ্নসহ খাদ্য সরবরাহ চেইনে প্রভাব ফেলেছে তা।

ব্রাজিলের নির্বাচনে স্বল্প ব্যবধানে চরম ডানপন্থী বলসোনারোকে হারিয়ে বিজয়ী হয়েছেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। লুলা মোট ভোট পেয়েছেন ৫০.১ শতাংশ। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত পরাজয় স্বীকার বা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানানো কোনোটাই করেননি চরম ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। তবে ফলাফলকে কেন্দ্র করে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে দেশটির জনসাধারণের মধ্যে।

 

লুলার ২০২৩ সালের ১ জানুয়ারি শপথ নেওয়ার কথা রয়েছে। তবে তার আগে বিদায়ী প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরের জন্য নির্ধারিত সময়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারেন বলে শঙ্কা রয়েছে।

নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই বলসোনারো সমর্থক লরি চালকরা দেশজুড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকেন। ব্রাজিলের কেন্দ্রীয় মহাসড়ক পুলিশ স্থানীয় সময় সোমবার রাত নাগাদ অন্তত ৩৪২টি এরকম ঘটনার খবর জানিয়েছে। জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলেই সবচেয়ে বড় প্রতিবাদগুলো হচ্ছে। বলসোনারো প্রশাসন ক্ষমতায় থাকার সময় ডিজেলের দাম কম থাকায় সুবিধা পেয়েছিলেন লরি চালকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(205 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]