
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে কল্পনা আক্তার জয়ন্তী নামে এক নারী ইউপি সদস্যের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
কল্পনা আক্তার জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউপির সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ অক্টোবর সদর উপজেলার বাঘিল ইউপির ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সদর থানায় মামলা হয়। সেই মামলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড বাঁচাতে মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য কল্পনা আক্তার।
পরে তাকে এক লাখ টাকা দিয়ে দেন মজনুর পরিবার। কিন্তু বাকি দুই লাখ টাকার জন্য মজনুর পরিবারকে চাপ দেন কল্পনা আক্তার। মঙ্গলবার রাতে সদর থানায় চাঁদাবাজির অভিযোগে কল্পনা আক্তার ও তার ছেলে জনি মিয়ার বিরুদ্ধে মামলা করেন মজনুর মা মর্জিনা বেগম। ওই মামলায় বুধবার সকালে কল্পনা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দুপুরে কল্পনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে সদর থানায় একদিনের রিমান্ডে আনা হয়। অপর আসামি জনি মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Posted ৫:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin