
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জার্মানির রাস্তা এবং পার্কের আবর্জনা পরিষ্কারের খরচে প্লাস্টিক প্রস্তুতকারকদের অবদান রাখার পরিকল্পনা করছে দেশটির সরকার। আজ বুধবার এ তথ্য জানিয়েছে জার্মান সরকার। দেশটির মন্ত্রিসভা এসংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছে।
বিলে বলা হয়েছে, একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকযুক্ত পণ্য প্রস্তুতকারীদের ২০২৫ সাল থেকে সরকার পরিচালিত কেন্দ্রীয় তহবিলে অর্থ প্রদান করতে হবে।
কম্পানিগুলোর একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের অতীত উৎপাদনের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, প্রথম বছরে তহবিলে প্রায় ৪৫ কোটি ইউরো (৪৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার) জমা পড়বে।
যেসব পণ্য এ সিদ্ধান্তের আওতায় আসবে তার মধ্যে রয়েছে সিগারেটের ফিল্টার, পানীয়র পাত্র এবং রেস্তোরাঁ থেকে সংগ্রহ করা (টেকআউট) খাবারের প্যাকেজিং।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin