
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাসের চাপায় কবির শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহেশপুর ইউনির পঞ্চবাটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির শেখ উপজেলার পদ্মবিলা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. তৈমুর রহমান।
তিনি বলেন, সন্ধ্যায় পঞ্চবাটি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন কবির শেখ। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin