
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সম্প্রতি সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়েছে। সেখানে সৌদি কর্মকর্তারা ইরানের হামলার আশঙ্কার কথা জানিয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়ে বলেছে, প্রয়োজনে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না তারা।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা হুমকির ছবি নিয়ে উদ্বিগ্ন এবং আমরা সৌদির সঙ্গে সামরিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ক্রমাগত যোগাযোগ রাখছি। আমরা এই অঞ্চলে আমাদের স্বার্থ এবং অংশীদারদের প্রতিরক্ষায় কাজ করতে দ্বিধা করব না।’
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে প্রথম জানায়, সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করেছে। তবে সৌদি আরব বা ইরান কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
ওয়াল স্ট্রিট জার্নালে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমন একজন কর্মকর্তা এটিকে ‘শীঘ্রই বা ৪৮ ঘণ্টার মধ্যে’ আক্রমণের একটি বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin