মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের ঘরোয়া তিন উপায়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট

মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের ঘরোয়া তিন উপায়

মাড়ি থেকে রক্ত পড়ার ঘটনাকে আমরা অনেকেই স্বাভাবিক বলে মনে করি। মাড়ি থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন শরীরে কম থাকলে, মাড়ির কোনো রোগ থাকলে, নারীর শরীরে হরমোনের সমস্যা থেকে এই রোগ হতে পারে।

তাই মাড়িতে এ ধরনের সমস্যা দেখা দিলে সতর্ক হয়ে যান। কারণ এই সাধারণ ইনফেকশন থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই মাড়ি থেকে রক্ত পড়লে সেই সমস্যাকে অবহেলা করবেন না। তবে ঘরোয়া কিছু উপায় মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক মাড়ি থেকে রক্ত পড়া বন্ধের ঘরোয়া উপায়গুলো কী কী-

নারিকেল তেল ব্যবহার
মাড়ি থেকে রক্ত পড়লে তা বন্ধ করার জন্য কার্যকরী একটি উপায় হতে পারে নারিকেল তেলের ব্যবহার। নারিকেল তেলে থাকে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। সেইসঙ্গে এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান করতে পারে দাঁত পরিষ্কার করতে কাজ করে। তাই মাড়ি ও দাঁতের সুস্থতায় করতে পারেন নারিকেল তেলের ব্যবহার।

লবণ ব্যবহার
দাঁতের গোড়া ভালো রাখতে এবং মুখের ভেতরের নানা ধরনের ইনফেকশন দূর করতে লবণের ব্যবহারের কথা অনেকেই জানেন। এটি মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দ্রুতই বন্ধ করে দিতে পারে। কারণ লবণে থাকে প্রদাহনাশক ক্ষমতা। তাই আপনার যদি মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা থাকে তাহলে হালকা গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিন। এরপর সেই পানি দিয়ে গার্গল করে নিন। এতে দ্রুতই সমস্যা দূর হবে।

লবঙ্গ তেল ব্যবহার
লবঙ্গ তেলের আছে অনেক উপকারিতা। তার মধ্যে অন্যতম হলো এটি মাড়ির যত্নে কাজ করে। মাড়ি দিয়ে রক্ত পড়লে সেখানে ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল। লবঙ্গ তেলেও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এটি মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে কাজ করে। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে ব্যবহার করুন লবঙ্গ তেল।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]