
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে তার চিকিৎসক। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার সকালে সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানায়।
ইমরান খানের সাবেক সহকারী ডা. ফয়সাল সুলতান লাহোরের শওকত খানম হাসপতালের বাইরে সাংবাদিকদের জানান, ইমরানের অবস্থা স্থিতিশীল হলেও এক্স-রে ও স্ক্যানে দেখা গেছে, পায়ে এখনো বুলেটের কিছু অংশ রয়ে গেছে। তার টিবিয়া শিন বোনে একটি চিপসও দেখা গেছে। অপারেশন থিয়েটারে নিয়ে বুলেটের বাকি অংশ বের করা হবে।
গতকাল লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে দল প্রধান ইমরান খানসহ ৩ জন গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin