
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মহাসড়কে নসিমন-করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ঝালকাঠিতে দুদিনের বাস ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে বরিশাল বিভাগীয় বাস-মালিক শ্রমিক ফেডারেশনের ডাকা এ ধর্মঘট শুরু হয়।
পরিবহন ধর্মঘটের ফলে ঝালকাঠির অভ্যন্তরীণ দুটি রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ১০ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী।
ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মো. মাহাবুবুল হক দুলাল বলেন, মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Posted ৬:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin