
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
এপার-ওপার বাংলায় তিনি সমানভাবে জনপ্রিয়। দুই বাংলাতেই তার ছাপ স্পষ্ট। বলছি অভিনেত্রী জয়া আহসানের কথা।
অভিনয় আর গ্ল্যামারের কারণে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে আলাদা ছাপ ফেলেছেন তিনি। বরাবরই তো ভিন্ন সিনেমায় তার ভিন্ন চরিত্র, গেটআপ বা লুক থাকে।
কিন্তু সিনেমা ছাড়াও প্রায়ই ভিন্ন লুকে ধরা দেন জয়া। কখনো শাড়িতে আবার কখনো বোল্ড পোশাকে আবেদনময়ীরূপে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের বোল্ড সব ছবি শেয়ার করে ভক্তদের তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভক্তরা বলছেন এ যেন অন্য জয়া!
৩ নভেম্বর ফেসবুকে নিজের কিছু বোল্ড লুকের ছবি শেয়ার করেছেন তিনি। কালো টপ এবং অরেঞ্জ রঙের পোশাক, সেই সঙ্গে বোল্ড এক্সপ্রেশনে জয়াকে দেখে ভক্তরাও রীতিমতো চমকে গেছেন। জানাচ্ছেন তাদের রিঅ্যাকশনও। ভক্তরা বেশ প্রশংসা করছেন জয়ার এই নতুন লুকের।
এমনকি বাদ যাননি অভিনেতারাও। অভিনেতা ওমর সানীসহ অনেকেই জয়ার লুকে অবাক হয়েছেন। তার প্রশংসা করেছেন ও বিভিন্ন মন্তব্য করেছেন।
এদিকে সবশেষ ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন কলকাতাসহ বাংলাদেশি বেশ কিছু সিনেমার কাজে।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin