
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মালদ্বীপের রাজধানী মালেতে ভয়েজ এশিয়ান ডট নিউজ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ‘সেরা এয়ারলাইন্স’র ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি সোহেল রানা। অন্যান্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মো. কামরুল ইসলাম বলেন, গত বছরের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইটের এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্সকে যাত্রী সেবায় আরও বেশী প্রতিজ্ঞাবদ্ধ করবে।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin