বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বাঁচামরার ম্যাচ, অঘটনের স্বপ্ন আফগানদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট

অস্ট্রেলিয়ার বাঁচামরার ম্যাচ, অঘটনের স্বপ্ন আফগানদের

বিশ্বকাপে টিকে থাকার মিশনে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ২টায়।

৪ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে অজিরা। সমান ম্যাচে ইংল্যান্ডের পাঁচ পয়েন্ট থাকলেও রান রেটে বেশ পিছিয়ে স্বাগতিক দল। তাই সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে।

কিন্তু শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে হারলে পয়েন্ট ৫ থাকবে অস্ট্রেলিয়ার। নেট রানরেট আরও খারাপ হবে। তখন তাদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচের দিকে। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড যদি হারে, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার শেষ চারে যাওয়ার সম্ভাবনা কম। কারণ, সে ক্ষেত্রে শ্রীলঙ্কা টপকে যাবে তাদের। তাই আফগানিস্তানকে হারাতেই হবে তাদের। অস্ট্রেলিয়ার শেষ চারে যাওয়ার পথে এখন প্রধান বাধা আফগানরা।

অ্যাডিলেডের আবহাওয়া বলছে সন্ধ্যার সময় হানা দিতে পারে বৃষ্টি। সে জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে টস। স্বাগতিকদের জন্য স্বস্তির খবর ফর্মে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

অন্যদিকে আসরে এখন পর্যন্ত জয় না-পাওয়া আফগানরা স্বপ্ন দেখছে অঘটনের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]