শুক্রবার ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অর্ধশতাধিক ট্রলারে বরিশালে বিএনপির সমাবেশে পিরোজপুরের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট

অর্ধশতাধিক ট্রলারে বরিশালে বিএনপির সমাবেশে পিরোজপুরের নেতাকর্মীরা

পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক ট্রলার নিয়ে বরিশালের গণসমাবেশে পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৫ নভেম্বর) সকালে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

আলমগীর বলেন, বাস চলাচল বন্ধের কারণে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বরিশালে চলে এসেছেন। শুক্রবার (৪ নভেম্বর) রাতে ৫০টির বেশি ট্রলারে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন।

এদিকে মহাসড়কে থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবারও (৫ নভেম্বর) ১২ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ কোথাও কোনো বাস চলাচল করছে না। চলছে না লঞ্চও। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রী।

এদিকে কিছু কিছু যাত্রীরা অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করলেও সরাসরি গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। বিভিন্ন পথ ঘুরে আশপাশের রাস্তা দিয়ে কিছু মোটরসাইকেল যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরাও পৌঁছান বরিশালে। ধর্মঘটের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে দেশের দক্ষিণের বিভাগ বরিশালে। এতে গত বৃহস্পতিবার থেকেই কার্যত বরিশাল মহানগর বিভাগের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই অবস্থায় শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশ বিএনপির। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা রংপুরের পর এটি বিএনপির পঞ্চম বিভাগীয় গণসমাবেশ।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি। সবশেষ গত ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ করে দলটি। আজ শনিবার বরিশালে এরপর আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচিতে যাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]