
তজুমদ্দিন প্রতিনিধি।। | শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ভোলার তজুমদ্দিনে নিখোঁজের ৬দিন অতিবাহিত হলেও মাদ্রাসা ছাত্র শাহিনের সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ শিশু শাহিনের পিতা এ বিষয়ে তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন ২নং ওয়ার্ডের -মোঃ লোকমান এর শিশু পুত্র মোঃ শাহিন (১২) মুচিবাড়ী কোনা দারুল কোরআন নুরানিয়া হাফিজী মাদ্রাসায় পড়া লেখা করে। সে গত ১/১১/২২ তারিখে বেলা ১১ টার দিকে (নানা বাড়ি) মহিষখালীর মাছঘাট সংলগ্ন শিকদার বাড়ী হইতে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্য বের হয়। শিক্ষকরা জানান শাহিন মাদ্রাসায় আসেনি। এরপর স্বজনরা তাকে আর খুঁজে পাননি। বাড়ী থেকে বের হওয়ার সময় শাহিনের পরনে মিস্টি রংয়ের পায়জামা ও পানজাবী ছিল।
কোন হৃদয়বান ব্যক্তি শিশুটি সন্ধান পেলে তার পিতা লোকমানের ০১৭২১১৯০৮৭০ নং মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin