
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় পুলিশ পরিচয়ে ড্রেজারের যন্ত্রপাতি চুরির সময় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, কালুরঘাট এলাকায় কয়েকদিন ধরে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে ফোন করে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছিলেন এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় সরাসরি হাজির হয়ে পুলিশ পরিচয়ে ড্রেজারের যন্ত্রপাতি চুরির সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী ব্যবসায়ী। দুজনের নাম-ঠিকানা পরে জানানো হবে।
Posted ২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin