
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সরকার সহযোগিতা করছে বলেই বিএনপি সারা দেশে সভা-সমাবেশ করতে পারছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বিএনপির বিষয়ে বলেন, সরকার ও জনগণের সম্পত্তি ধ্বংস করা থেকে বিএনপি যদি বিরত থাকে তা হলে তাদের সভা-সমাবেশ নিয়ে আমাদের আপত্তি নেই। সরকার এক্ষেত্রে তাদের সহযোগিতা করছে। এই কারণে তারা সভা-সমাবেশ করতে পারছে। আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা যখন বিরোধী দলে ছিলাম ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর জনসভায় হামলা করা হয়েছিল। ২৪ জন মানুষকে হত্যা করা হয়েছিল। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আওয়ামী লীগ অফিসের দুই পাশে কাঁটাতারের পার্মানেন্ট বেড়া ছিল।
তিনি আরো বলেন, আমরা যখন বিরোধীদলে ছিলাম তখন শেখ হেলালের সমাবেশে হামলা করে কয়েকজনকে হত্যা করা হয়েছিল। সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে হামলা করা হয়েছিল। এ এম এস কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। এভাবে শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
Posted ৩:১১ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin