
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপিকে উদ্দেশ করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘১১ নভেম্বর রাজপথে থাকবে যুবলীগ। এর পর থেকে যুবলীগের দখলেই থাকবে রাজপথ। তখন বোঝা যাবে কত ধানে কত চাল, আর যুবলীগ কত শক্তিশালী। যুবলীগ রাজপথে থাকবে, বিএনপিকে প্রতিহত করবে।
জনগণের অধিকার খর্ব করাই বিএনপির কাজ’ উল্লেখ করে তিনি বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করেই তারা নির্বাচনে যেতে চায়, তাই তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।
তিনি আজ শনিবার রংপুরে যুবলীগের সম্মেলনের উদ্বোধনকালে বিএনপিকে নিয়ে এসব কথা বলেন। রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপিকে নিয়ে কঠোর সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপি একটি প্রতারক ও ভণ্ড দল। মিছিল-মিটিংয়ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাই তাদের কাজ। বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির সঙ্গে জড়িত।’
Posted ৩:১৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin