
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সংবাদ সম্মেলন সম্প্রচার বা পুনঃপ্রচার করার ব্যাপারে টেলিভিশন চ্যানেলগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলা হয়েছে।
ডন নিউজ জানিয়েছে, শেহবাজ শরিফের প্রশাসন গতকাল শনিবার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেটরি অথরিটিকে (পেমরা) এ ব্যাপারে নির্দেশ দিয়েছে।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে জানিয়েছেন, সংবিধানের ১৯ অনুচ্ছেদের (বাকস্বাধীনতা) আওতায় আইনি প্রয়োজনীয়তার অব্যাহত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা পেমরা অধ্যাদেশ ২০০২ এর ধারা ৫ নম্বর ধারার অধীনে দেওয়া হয়েছে।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin