
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার পাশে ভিক্টোরিয়া হ্রদে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ৪৯ জনের মধ্যে ২০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই সংখ্যা জানা গেলেও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
বাকি যাত্রীদের খোঁজে উদ্ধারকর্মীরা এবং স্থানীয় জেলেরা ঘটনাস্থলে রয়েছেন বলে জানা গেছে। বুকোবা বিমানবন্দরের রানওয়ের এক প্রান্ত আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের তীরে অবস্থিত।
ঘটনাস্থলের ছবিগুলোতে দেখা গেছে, বিমানটি প্রায় সম্পূর্ণরূপে ডুবে গেছে। পানির ওপর শুধু বিমানের বাদামী ও সবুজ রঙের লেজ এবং পাখা দেখা যাচ্ছে। চারপাশে উদ্ধারকর্মী এবং মাছ ধরার নৌকা রয়েছে।
প্রেসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে ছেড়ে গিয়েছিল। ফ্লাইটটি মওয়ানজা হয়ে বুকোবা যাওয়ার সময় ঝড় এবং ভারী বৃষ্টির কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রেসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা। সূত্র : বিবিসি
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin