
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডসের অঘটনে কপাল খুলেছে বাংলাদেশ ও পাকিস্তানের। দুই দলের লড়াই কার্যত রূপ নিয়েছে নকআউট ম্যাচে। যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। এমন সমীকরণে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি ও হাসান মাহমুদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেনকে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান , মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি
Posted ৩:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin