
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পাকিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন। বেইজিং উদ্বেগ প্রকাশ করার পর তাদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।
সিপিইসি প্রকল্পের মাধ্যমে আরব সাগরে অবস্থিত পাকিস্তানের ওয়াদার বন্দরের সঙ্গে চীনের জিনজিয়াং প্রদেশের কাসগার যুক্ত হবে। ছয় হাজার কোটি ডলারের প্রকল্পটি চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের একটি স্বপ্নের প্রকল্প।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সিপিইসি প্রকল্পের ১১তম যৌথ সহযোগিতামূলক কমিটির (জেসিসি) বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থা এবং তদন্তকারীদের সক্ষমতা জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে।
বৈঠকে বলা হয়েছে, ‘প্রকল্পে নিযুক্ত চীনাদের সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ যানবাহন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin