
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ভোলায় বিএনপির ৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর থানায় মামলা করেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তবে শনিবার মামলার বিষয়টি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, মামলায় ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফ (প্রধান আসামি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদেরসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন, শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ৩৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।
Posted ৭:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin