
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন। কিন্তু ডিসেম্বরে ছেড়ে দেব না। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, আওয়ামী লীগের দখলে থাকবে; বিএনপির নয়।
গতকাল শনিবার রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বিএনপির উদ্দেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। ‘বিএনপি-জামায়াত এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ’ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৩টা থেকে মিছিলটি শুরু হওয়ার কথা থাকলেও পূর্বঘোষিত এ কর্মসূচিতে যোগ দিতে ১টা থেকেই সমাবেশস্থলে উপস্থিত হন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাজধানীর আফতাবনগর, মেরুল বাড্ডা, মধ্যবাড্ডা ও নতুনবাজারসহ পুরো এলাকা ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন নেতাকর্মীরা। মধ্যবাড্ডার প্রধান সড়কে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সমাবেশে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে যোগ দেন বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে এসে বরিশালে বিএনপির সমাবেশের কথা ভাবছি। তারা টাকা দিয়ে ছয় জেলার লোক নিয়ে দু-চার দিন আগে থেকে বরিশালে জমায়েত করেছে। আর ঢাকায় আমাদের এখানে ছয় থানার লোক, যা বরিশালের চেয়ে দ্বিগুণ হয়েছে। আমার সামনে মিছিলের মাথা কোথায় জানি না। পেছনের মাথা আমেরিকান দূতাবাস পর্যন্ত গেছে। (বিএনপি) বিদেশিদের কাছে নালিশ করে। তাঁরা (বিদেশিরা) এখানেই থাকেন। তাঁরা দেখুক কার কত শক্তি।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin