
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জের বন্দরে মায়ের গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে জহারুল ইসলাম সজিবের বিরুদ্ধে।
সোমবার ভোরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুস্মিতা বন্দরের জহরপুর এলাকার আবদুল রফিকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক।
তিনি জানান, সোমবার ভোরে মা সুস্মিতাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন সজিব। এরপরে বাড়ি থেকে পালিয়ে যান সজিব। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। অভিযুক্ত সজিব অপ্রকৃতস্থ ছিলেন বলে জানা গেছে।
Posted ৬:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin