
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জঙ্গল ছেড়ে বেরিয়ে লোকালয়ে এসে হামলা করেছে একটি ভালুক। গত শনিবার ভারতের তামিলনাড়ুতে ঘটনাটি ঘটেছে। বনের ভেতর থেকে বেরিয়ে তিনজনের ওপর হামলা করেছে ভালুকটি। ভালুকের হামলায় তিনজনই গুরুতর জখম হয়েছেন।
তামিলনাড়ুর তেনকাসি জেলায় ঘটনাটি ঘটে। কারুথিলিঙ্গপুরম এলাকার বাসিন্দা ভৈগুন্দমনি মসলার প্যাকেট নিয়ে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। শিবশৈলম থেকে পেঠানপিল্লাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি।
হঠাৎ ঝোপ থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে একটি ভালুক। ভালুকটি জঙ্গল থেকে বেরিয়ে ভৈগুন্দমনির ওপর ঝাঁপিয়ে পড়ে হিংস্রভাবে কামড়াতে শুরু করে। ঘটনা পথযাত্রীদের নজরে পড়লে তারা গ্রামে খবর দেয়।
সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ঘিরে ধরে ভালুকটিকে। তাড়ানোর জন্য ভালুকটির দিকে পাথর ছুড়েও মারে অনেকে। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। ভিড়ের দিকেই ছুটতে শুরু করে ভালুকটি। দুই গ্রামবাসীর ওপর আক্রমণও করে। আহত গ্রামবাসীদের নাম শৈলেন্দ্র ও নগেন্দ্রন।
Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin