
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ জন। সোমবার (০৭ নভেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ রোগী। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬৭ জন।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৬৭ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন। আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বর্তমানে হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
জেলার সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত উপজেলা নেছারাবাদ। সেখানকার হাসপাতালে ভর্তি আছেন ১৯ রোগী।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin