
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রকৃতির নিয়মে পৃথিবীতে বারবার মন্দা আসে। আবার বিশ্ববাসী সেই মন্দাকে কাটিয়ে নতুন করে জীবন শুরু করি। এর আগেও বাংলাদেশ অনেক মন্দা সফলভাবে মোকাবিলা করেছে।
রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রীশ্রীরামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এর আগে আমেরিকাতে যখন মন্দার প্রভাব পড়েছিল, তখন আমাদের মন্দায় প্রভাবিত করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেটা মোকাবিলা করেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, করোনার সময় দুই বছর আমরা নিয়ন্ত্রণ করেছি। এখন সারাবিশ্বেই খাদ্যদ্রব্যসহ অন্যান্য সামগ্রী সরবরাহ বিঘ্নিত হওয়ায় দ্রব্যমূল্য বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির আউটলেট খোলা হয়েছে। সেখানে অনেক কম মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে। আবার খাদ্য মন্ত্রণালয় ওএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি করছে।
বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো নেতিবাচক কর্মকাণ্ড সাংবিধানিক নিয়ম অনুযায়ী সরকার মোকাবিলা করবে।
Posted ২:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin