
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সামনেই বিশ্বকাপ ফুটবল। তারউপর খানিকটা চোটে ভুগছেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাই তাকে বিশ্রামে রেখেছিলেন পিএসজি কোচ। তবে তাতে জয় পেতে কোনো অসুবিধা হয়নি লিগ ওয়ানের শীর্ষ দলটির। মেসিবিহীন পিএসজিকে পথ দেখালেন ব্রাজিলিয়ান তারকা।
লিগ ওয়ানে রোববার জমে ওঠা ম্যাচে লরিয়েরকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো ফরাসি জায়ান্টোরা। ম্যাচে নেইমার ছাড়া বাকি গোলটি করেছেন দানিলো পেরেইরা। তাতে ১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ক্রিস্টোফ গালতিয়ের দল।
এ ম্যাচে জিতলেও বেশ ঘাম ঝরাতে হয়েছে পিএসজিকে। স্কোরলাইন দেখে যদিও সেটা বোঝার জো নেই। তবে মাঠের খেলায় ছিল না পিএসজির দাপট। ১৫ প্রচেষ্টার মধ্যে ৮টি লক্ষ্যে রেখে মাত্র ২টিতে সফল হয় তারা। তুলনায় মাত্র দুই শট পোস্টে রেখে এক গোল তুলে নেয় লরিয়ের।
ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে পিএসজি। সপ্তম মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল পেতে পারত তারা। কিন্তু নুনো মেন্ডিসের পাস ধরে বক্সের ভেতর থেকে নেইমারের শট কোনোমতে পা বাড়িয়ে আটকান লরিয়ের গোলরক্ষক ইভোন ভোগো।
দুই মিনিট পর নিজেদের ভুলে গোল হজম করে লরিয়ের। লরিয়ের এক খেলোয়াড়ের ব্যাকপাস নেইমারের পায়ে লেগে চলে যায় পাশে থাকা উগো একিতিকের কাছে। ফরাসি এই ফরোয়ার্ড পুণরায় পাস দেন নেইমারকে। সেই পাস ধরে বডি ডজে ইনোসেন্ট বোনকেকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন নেইমার।
আক্রমণ, পাল্টা আক্রমণে বিরতির আগে জমে ওঠে ম্যাচ। পিএসজির রক্ষণে বেশ চাপ দিলেও গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি লরিয়ের। পাল্টা আক্রমণে বরং ভালো সুযোগ পায় পিএসজি। ৪২তম মিনিটে মার্কিনিয়োসের শট ফেরান ভিতো। একটু পর একিতিকের শট গোললাইনের একটু উপর থেকে ক্লিয়ার করেন ইনোসেন্ট।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটের মাথায় গোছালো পাল্টা আক্রমণ থেকে সমতায় ফিরে লরিয়ের। সতীর্থের পাস ধরে লে ফি‘কে বল বাড়ান তেরেম মোফি। ফি’র ফিরতি থ্রু পাস বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মোফি। প্রতিরোধের তেমন কোনো সুযোগই পাননি পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
খেলায় তখন চরম উত্তেজনা। পিএসজির সামনে পয়েন্ট খোয়ানোর শঙ্কা। ঠিক তখনি ৮১তম মিনিটে এমবাপের কর্নার ক্লিয়ার হলেও ফের কর্নার পায় পিএসজি। এবার অন্য প্রান্ত থেকে কর্নার নেন নেইমার। গোলমুখ থেকে হেডে লক্ষ্যভেদ করেন দানিলো পেরেইরা।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin