
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজশাহীর পুঠিয়া উপজেলায় হেরোইনসহ ইউনিয়ন পরিষদের সদস্য ফরমান আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।
রোববার (৬ নভেম্বর) উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার দুপুর ২টার দিকে বানেশ্বর ইউনিয়নের শিশাতলা গ্রামের একটি দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ফরমান ও তার সহযোগী মুকুল। পরে তাদের আটক করে মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে আটকদের আলামতসহ জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
রোববার রাতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, রোববার দুপুরে তাকে আটক করা হয়। ইউপি সদস্য ফরমান আলী মাদকাসক্ত। তবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।
Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin