
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৯৮১ কোটি ৮৯ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলনকক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এনইসি সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৪টি এবং বাকি ৩টি সংশোধিত প্রকল্প।
মূল্যস্ফীতির বিষয়ে এম এ মান্নান বলেন, সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১ শতাংশ, তা অক্টোবরে দশমিক ২ শতাংশ কমেছে। অক্টোবরে দেশের মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।
তিনি বলেন, ছোট ও উন্নয়নমুখী প্রকল্প চলবে, নতুন বড় প্রকল্প নেয়া হবে না।
এ সময় তিনি বিলাসপণ্য ব্যবহার করা যাবে না এমন অনুশাসন দেন। তিনি আরও বলেন, কৃষিতে গুরুত্ব দিতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না।
Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin