বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক ম্যাচে ১০ লালকার্ড!

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট

এক ম্যাচে ১০ লালকার্ড!

আর মাত্র ১২ দিন পরই কাতারে শুরু হবে বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। এবারের আসরে ম্যাচ পরিচালনার দায়িত্ব আছে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োর। বিশ্বকাপে নামার আগেই লিওনেল মেসির দেশের এই রেফারি চলে এসেছেন আলোচনায়। কারণ এক ম্যাচে একটি-দুটি নয়, তিনি লাল কার্ড দেখিয়েছেন দশটি!

মূল ঘটনা ঘটেছে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। গতকাল আর্জেন্টিনার এই ঘরোয় টুর্নামেন্টের এই ম্যাচে খেলতে নেমেছিল বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাব। খেলার অতিরিক্ত সময়ে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ম্যাচের শেষ মিনিটে রেসিংয়ের হয়ে গোল করেন কার্লোস আলকারাজ। কর্নার থেকে হেডে গোল করার পরই দৌড়ে বোকা জুনিয়র্সের ডাগ আউটের সামনে গিয়ে তাদের উত্যক্ত করার মতো উদযাপন করতে থাকেন তিনি। এরপর বেঞ্চে থাকা বোকার ফুটবলাররা তার দিকে তেড়ে আসেন।

এ সময় আলকারাজকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন তারা। কেউ কেউ আলকারাজের কান টেনে ধরেন। এক জন বল ছুঁড়ে মারেন মুখে। এ অবস্থায় রেফারি এসে সবার আগে আলকারাজকে লাল কার্ড দেখান। সেই সঙ্গে বোকার পাঁচ ফুটবলারকেও একে একে লাল কার্ড দেখান তিনি।

ম্যাচে অবশ্য এর আগেও লাল কার্ড দেখা গেছে। নির্ধারিত ৯০ মিনিটে বোকার সেবাস্তিয়ান ভিয়া এবং রেসিংয়ের জোহান কার্বোনেরো লাল কার্ড দেখেছিলেন। পুরো ম্যাচে সব মিলিয়ে ১০ ফুটবলার লাল কার্ড দেখেন। এর মধ্যে বোকার সাত জন এবং রেসিংয়ের তিন জন ছিল।

তেয়োর রেফারিং এর ক্যারিয়ার খুব বেশি বড় নয়। তবে এরই মধ্যে কার্ড দেখানোর ক্ষেত্রে বিশেষ ‘খ্যাতি’ অর্জন করে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত রেফারি জীবনে ১১৮ ম্যাচ পরিচালনা করে ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]