
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পেলে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আমার মাথা ঘামানোর সুযোগ নেই বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গোয়েন লুইস বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রাধিকার হওয়া উচিত। মিয়ানমারের জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গেও আমি যোগাযোগ করছি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ফান্ড বাড়ানোর জন্য আলোচনা চলছে।
Posted ৬:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin