
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে হাছান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুকুরের পাড়ে তার মা দাঁড়িয়ে ছিলেন।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র হাছান মিয়া কিছুদিন আগে একটি চাকরি পেয়েছেন। ২৭ ডিসেম্বর তার প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল। প্রশিক্ষণে যাওয়ার আগে কয়েকদিন ধরে তিনি সাঁতার শিখছিলেন। তারই ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে সাঁতার শিখতে যান। এ সময় হাছানের মা হাওয়া বেগম পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। তার সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
হাছান মিয়ার বাবা শফিকুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে পুকুরে সাঁতার শিখছিল। সোমবার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা সত্যি দুঃখজনক।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin