শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রোমাঞ্চ ছড়ানো ৫ গোলের ম্যাচে রিয়ালকে হারিয়ে দিল ভায়োকানো

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট

রোমাঞ্চ ছড়ানো ৫ গোলের ম্যাচে রিয়ালকে হারিয়ে দিল ভায়োকানো

লা লিগায় রায়ে ভায়োকানোর বিপক্ষে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু পরে ৪ মিনিটে ২ গোল করে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। কিন্তু শেষ পর্যন্ত ৫ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এবারের আসরে প্রথম হারের তেতো স্বাদ পেতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠে সোমবার (৭ নভেম্বর) রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভায়োকানো।

গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় করিম বেনজেমা ও টনি ক্রুসকে ছাড়াই ভায়োকানোর মাঠে খেলতে নেমেছিল রিয়াল। তবে আক্রমণ করার দিক থেকে এগিয়ে ছিল কার্লো অ্যানচেলত্তির শিষ্যরাই। ভায়োকানোর জালে ১৭টি শট নেয় সফরকারীরা। প্রায় ৫৫ শতাংশ বল দখলে রাখে তারা। অন্যদিকে, রিয়ালের পোস্টে ১৫টি শট নেয়ার পাশাপাশি ৪৫ শতাংশ বলের দখল রাখে স্বাগতিকরা।

কিন্তু প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটেই গোল হজম করতে হয় লা লিগা চ্যাম্পিয়নদের। বাঁ দিক থেকে সতীর্থের কাট-ব্যাক ডি-বক্সে পেয়ে দুর্দান্ত এক ভলিতে ভায়োকানোকে এগিয়ে দেন সান্তি কমেসানা। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকরদের। অস্কার ভালেন্তিনের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

প্রতিপক্ষের মাঠে একপ্রকার কোণঠাসাই হয়ে যায় রিয়াল। তবে ম্যাচের ৩৭তম মিনিটে সমতায় ফেরে অতিথিরা। পেনাল্টি পেয়ে স্পট-কিকে বল জালে জড়ান লুকা মদরিচ। এর চার মিনিট পর আসেনসিওর কর্নার থেকে দারুণ এক হেডে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও।

তবে সফরকারীদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির ঠিক আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। গোলটি করেন আলভারো গার্সিয়া।

দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৪তম মিনিটে রিয়ালের ডি-বক্সে দানি কারভাহালের হাতে বল লাগে। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অস্কার ত্রেহোর শট শুরুতে ঠেকিয়ে দেন রিয়ালের থিবো কোর্তোয়া। কিন্তু কারভাহাল আগেই পেনাল্টি অঞ্চলে ঢুকে পড়েন। পুনরায় পেনাল্টি নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ত্রেহো। ৬৭তম মিনিটে ভায়োকানোর জয়সূচক গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে দু-একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি অ্যানচেলত্তির শিষ্যরা। শেষ পর্যন্ত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্বিতীয় হারের হতাশায় মাঠ ছাড়তে হয় রিয়ালকে। ফল হিসেবে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হয়ে গেল চ্যাম্পিয়নদের।

এ হারে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়ে গেল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভায়োকানো।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]