
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
গ্যাভিন উইলিয়ামসনকে মন্ত্রী পদে দায়িত্ব দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার সহকর্মীদের ধমক দেওয়া ও উৎপীড়নের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন উইলিয়ামসন। তারপর আজ বুধবার এ মন্তব্য করলেন সুনাক।
সংসদে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে সুনাক বলেন, ‘আমি স্পষ্টতই এমন একজনকে নিয়োগ দেওয়ার জন্য দুঃখিত, যাকে এই পরিস্থিতিতে পদত্যাগ করতে হয়েছে।’
বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার উইলিয়ামসনকে ‘দুঃখজনক উৎপীড়ক’ অভিহিত করেছেন এবং তার নিয়োগের জন্য সুনাকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন।
ঋষি সুনাক অক্টোবরের শেষের দিকে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তার পূর্বসূরির বরখাস্ত করা সুয়েলা ব্র্যাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগের জন্যও সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।
Posted ৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin