
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ডা. রাফাত সাদিক চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট বলছে, রাফাত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার মিশুক চাকমা রাফাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin