
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
জলবায়ু পরবির্তন মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় চীন। চলমান কপ-২৭ জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন চীনের প্রতিনিধি। অন্যদিক শুধু প্রতিশ্রুতি নয়, সঠিক পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ছোট দেশগুলো।
মিসরে চলছে জলবায়ু সম্মেলন কপ-২৭। সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কেউ দিচ্ছেন আশার বাণী, কেউবা চাচ্ছেন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার।
মঙ্গলবার (৮ নভেম্বর) ধনী বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখেন। এদিন চীনের বিশেষ প্রতিনিধি জানান, কার্বন নিঃসরণে কাজ করছে তাদের সরকার। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেইজিং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ছোট কয়েকটি দেশের একটি জোট চলমান পরিস্থিতির জন্য উন্নত দেশগুলোকেই দায়ী করেছে। তাদের অভিযোগ, শুধু প্রতিশ্রুতি দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করছে উন্নত রাষ্ট্রগুলো।
এ সময় জলবায়ু পরিবর্তনের কারণে নিচু অঞ্চলের দেশগুলো পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। আর তাই জোরালো পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিরা।
সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, শান্তি ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলার কর্মপন্থা নিয়ে কাজ করা সম্ভব নয়।
এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজ দেশের শিল্প উদ্যোক্তাদের কার্বণ নিঃসরণ কমানোর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ১০ বছরের মধ্যে তা বাস্তবায়নের কথাও বলেন তিনি।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin