
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ভারতে গত দুই দিনে পরপর ধাক্কা খেল গুজরাট কংগ্রেস। গতকাল মঙ্গলবারের পর আজ বুধবারও শতাব্দীপ্রাচীন দলটিতে ভাঙন অব্যাহত রয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস ছেড়ে দিলেন দুই বিধায়ক। তারা বিজেপিতে যোগ দেবেন বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনের আগে হিমাচল প্রদেশেও একই দৃশ্য। মঙ্গলবারই সে রাজ্যের কংগ্রেসের ২৬ নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। সব মিলিয়ে নির্বাচনের আগে দুই রাজ্যে যথেষ্ট চাপে রয়েছে কংগ্রেস।
বুধবার গুজরাটের প্রবীণ কংগ্রেস বিধায়ক ভাগাভাই বারাদ পদত্যাগ করেন। বিধানসভার স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, তা নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে গুজরাটের তালালা কেন্দ্রের বিধায়ক যে গেরুয়া শিবিরেই যোগ দেবেন, তা নিয়ে প্রায় নিশ্চিত গুজরাটের রাজনৈতিক মহল। নিজের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করার পরেই ভাগাভাই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার কংগ্রেস বিধায়ক মোহনসিন রাঠভাও দল ছেড়েছেন। তার পরই বিজেপিতে যোগ দেন তিনি। তবে বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাঠভা বলেছেন, টিকিট পাওয়ার আশায় গেরুয়া শিবিরে যাননি। বরং উপজাতিদের কল্যাণের জন্য যেভাবে বিজেপি সরকার কাজ করেছে, তাতে মুগ্ধ হয়েই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন দশবারের কং বিধায়ক।
Posted ৫:২০ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin