
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভাসংলগ্ন নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান খুলনার লবনচোরার সাউথ মোহম্মদ স্লুইসগেট এলাকার জলিল হাওলাদারের ছেলে। আহত আছিয়া বেগম (২৪) খুলনার পাইকগাছা এলাকার ইউনুছ গাজির মেয়ে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈবুর রহমান বলেন, মোটরসাইকেলে মিজানুর রহমান আত্মীয় আছিয়া বেগমকে নিয়ে ঢাকা থেকে জরুরি কাজ শেষে খুলনা যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভাসংলগ্ন নুরপুর এলাকায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। এ সময় গুরুতর আহত হন আছিয়া বেগম। আহত ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin