
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখল বিশ্ব। মঙ্গলবার (৮ নভেম্বর) সূর্যাস্তের পরপরই লালরঙা ‘ব্লাডমুন’ দেখতে খোলা আকাশের নিচে জড়ো হন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যদিও তা স্পষ্টভাবে দেখা যায় এশিয়া অঞ্চলের দেশগুলো থেকেই। বছরের শেষ এই চন্দ্রগ্রহণ নিয়ে এবার ছিল বাড়তি উদ্দীপনা। কেননা আরও একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।
লালরঙা চাঁদ মুহূর্তেই ঢেকে যায় অন্ধকারে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এমন বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন হাজারো মানুষ। ব্লাডমুন দেখতেও এদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে খোলা আকাশের নিচে ভিড় করে মানুষ। যদিও এবারের চন্দ্রগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় এশিয়া অঞ্চল থেকে।
বিরল এই ব্লাডমুন দেখতে চীনের রাজধানী বেইজিংয়ের রাস্তায় ভিড় করেন সব বয়সী মানুষ। অনেকে আবার অভূতপূর্ব এই মুহূর্তটিকে বন্দি করে রাখতে ক্যামেরা নিয়েও হাজির হন। জাপানেও দেখা গেছে চন্দ্রগ্রহণ, যা দেখতে রাজধানী টোকিওর রাস্তায় ভিড় করেন অনেকে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখতে ভিড় করেন শত শত মানুষ। অনেকে আবার টেলিস্কোপ হাতে হাজির হন।
মঙ্গলবার এশিয়ার দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা থেকে দেখা গেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্যাস্তের পরপরই দৃশ্যমান হয় এটি।
নাসার বিজ্ঞানীদের মতে, পূর্ণগ্রাসের সময় চাঁদ পৃথিবী থেকে দুই লাখ ৪২ হাজার ৭৪০ মাইল দূরে ছিল। এ বছরের চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের মধ্যে বাড়তি এক উদ্দীপনা দেখা গেছে। কেননা আবার ২০২৫ সাল অর্থাৎ তিন বছর পর এ দৃশ্য দেখা যাবে। এর আগে চলতি বছরের ১৬ মে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin