
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হেসেখেলে হারালো বাবর আজমের দল। এ জয়ে তারা উঠে গেল ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
গত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড, পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে। এবারও গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে এসে সেমিফাইনালে থেকেই ছিটকে গেলো তারা।
তার পরও ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এ জয়ের সব কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানকে।
ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, ‘পাকিস্তান দারুণ খেলেছে। আমরা কিছু মোমেন্টাম তৈরি করে লড়াইয়ে ফিরেছিলাম। ইনিংসের মাঝপথে আমরা ভেবেছিলাম, লড়াই করার মতো পুঁজি পেয়েছি। কিন্তু দুভার্গ্যজনকভাবে পাকিস্তানের জন্য সেটা কঠিন করে তুলতে পারিনি।’
কিউই অধিনায়ক যোগ করেন, ‘পাকিস্তানের এই জয় তাদেরই প্রাপ্য। রাউন্ড রবিন লিগ পুরোটাই আমরা ভালো খেলেছি, কিন্তু আজ আমরা সেরাটা দিতে পারিনি। যা বললাম, টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন চঞ্চল প্রকৃতির।’
অপর দিকে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, আমরা এখন ফাইনাল নিয়ে ভাবছি।
তিনি বলেন ‘শেষ তিন ম্যাচে আমরা যেভাবে খেলেছি, মনে হয়েছে আমাদের হোম গ্রাউন্ড। এজন্য দর্শকদের ধন্যবাদ দিতে চাই। প্রথম ৬ ওভার আমরা খুব ভালো শুরু করেছিলাম। আমাদের স্পিন ও পেস বোলাররা খুব ভালো করেছে। দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগে আমাদের পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভার (পাওয়ার প্লে) ভালোভাবে ব্যবহার করার, যাতে পরে যারা ব্যাট করবে তাদের চাপ না হয়।’
বাবর যোগ করেন, ‘হারিস নতুন হিসেবে তার আগ্রাসী ক্রিকেট দেখিয়েছে। আমরা এই সময়টা উপভোগ করছি। আমরা এখন ফাইনাল নিয়ে ভাবছি।’
Posted ৩:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin