
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
টালিউডের বিখ্যাত নায়ক প্রসেনজিৎ। বর্ষীয়ান এই গুণী অভিনেতাকে নাকি ছবির শুটিংয়ে ভরপুর গালাগালি করা হয়েছে। সম্প্রতি তিনি সাক্ষাৎকারে এ কথা ভক্তদের জানিয়েছেন।
প্রসেনজিতের নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর। আর তাই ছবি প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছে টালিউডের বুম্বা দা।
সম্প্রতি তিনি এই ছবির শুটিংয়ের কিছু রোমাঞ্চকর ঘটনার কথা বলেছেন, যা শুনে অনেকেরই অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই।
এ ছবির পরিচালক সম্রাট জানান, ‘‘আমার স্বপ্ন ছিল। যখনই ছবি তৈরি করব, তখন বুম্বাদাকে নিয়েই করব ভেবেছিলাম।
এদিকে শুটিংয়ের মতোই ছবি প্রচারণার কাজে নায়কের মধ্যে একরকম উত্তেজনা কাজ করছে। প্রসেনজিতের ভাষায়, “আমায় ভরপুর গালাগাল দিয়েছে এই ছবিতে। তাই জন্য তো আমার সামনে ওরা শুটিংই করতে পারছিল না। ব্র্যান্ড প্রসেনজিৎকে নিয়ে রীতিমতো কাটাছেঁড়া হয়েছে। ”
উল্লেখ্য, ৩৯ বছরের দীর্ঘ যাত্রাপথে ‘ব্র্যান্ড’ তৈরি করেছেন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ব্র্যান্ডকেই নতুন ভাবে তুলে ধরা হয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’-তে। ছবিতে নতুন জুটি হিসেবে দেখা যাবে ঋষভ বসু আর ইপ্সিতা মুখোপাধ্যায়কে।
সূত্র: আনন্দবাজার
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin