
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রাম নগরের বায়েজিদে ছাদ বাগানে এডিস মশার উৎস পাওয়ায় সাত ভবন মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকার কয়েকটি বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মানাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় ছাদ বাগানে থাকা ফুলের টবে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় সাত ভবন মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকায় এডিস মশার উৎসস্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin