
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
শরীয়তপুরের জাজিরায় ভেজাল মদ তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল-সরঞ্জামসহ শাহীন মাদবর নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার কাজিরহাট বাজার এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। আটক শাহীন চরকান্দি গ্ৰামের আবুল বাশার মাদবরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই অপূর্ব বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট মিশিয়ে ভেজাল মদ তৈরি করছিলেন শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পাঁচ বোতল বিদেশি মদ, ভেজাল মদ তৈরির ১৯২ বোতল অ্যালকোহল ও ২০ লিটার রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin