
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আর মাত্র ৯ দিন পরই কাতারে এবারের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। ফুটবলের এ বিশ্ব আসরকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী সব দেশ। সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
বিশ্বকাপ দলে তেমন কোনো চমক রাখেননি ইংলিশ কোচ গ্যারি সাউথগেট। প্রত্যাশিত সবাই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ১৯৬৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আক্রমণভাগে এবার থাকছেন হ্যারি কেইন, জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেন, রহিম স্টার্লিং, মার্কাস র্যাশফোর্ডের মতো তারকারা।
গত বছর ব্যাপক সমালোচিত হয়েও বিশ্বকাপ দলে ঠিকই হ্যারি ম্যাগুয়ের জায়গা পেয়েছেন। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। গোলমুখে থাকছেন নিক পোপ, অ্যারন রামসডেল, জর্ডান পিকফোর্ড।
২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করবে ইংল্যান্ড। গ্রুপ ‘বি’তে হ্যারি কেইনদের বাকি দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ওয়েলস।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড-
গোলকিপার: নিক পোপ, অ্যারন রামসডেল, জর্ডান পিকফোর্ড।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ের, কাইল ওয়াকার, জন স্টোনস, এরিক ডায়ার, কিয়েরান ট্রিপ্পার, লুক শ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, কনোর কোডি, বেঞ্জামিন হোয়াইট।
মিডফিল্ডার: জর্ডান হেন্ডারসন, ডেকলান রাইস, ম্যাসন মাউন্ট, জুডে বেলিংহ্যাম, ক্যালভিন ফিলিপস, কনোর গ্যালাঘের, জেমস ম্যাডিসন।
ফরোয়ার্ড: রহিম স্টার্লিং, হ্যারি কেইন, জ্যাক গ্রিলিশ, বুকায়ো সাকা, ফিল ফোডেন, ক্যালাম উইলসন, মার্কাস র্যাশফোর্ড।
Posted ৩:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin