
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী সায়মন পয়েন্টে ভেসে আসছে হাজারো মৃত জেলিফিশ (সাদা নুইন্যা)। শুক্রবার সকালে সমুদ্রে জোয়ারের তোড়ে এসব জেলিফিশ সমুদ্র উপকূলে ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
তিনি জানান, সকাল ৬টার দিকে জোয়ারের তোড়ে সমুদ্র সৈকতের কলাতলী সায়মন পয়েন্টে ভেসে আসে হাজারো মৃত জেলিফিশ। সমুদ্রে ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেছে। এখন জোয়ারের পানিতে জেলিফিশগুলো পুনরায় সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে গেছে। দুপুরের দিকে এসব জেলিফিশ আবারো উপকূলে দেখা যাবে।
বেলাল হায়দার আরো জানান, মূলত এসব জেলিফিশ (সাদা নুইন্যা) সাগরে জেলেদের বিহুন্দি জালে আটকা পড়ে মারা যাচ্ছে। জেলেদের কেউ কেউ জেলিফিশ রক্ষায় জাল কেটে দিলেও অনেকে আবার জাল টেনে ওঠার সময় এসব জেলিফিশ চিড়ে গিয়ে মারা যাচ্ছে। এ জেলিফিসের অন্যতম বিচরণ ক্ষেত্র হচ্ছে আমাদের বঙ্গপোসাগর। এটি প্রাণঘাতী কোন জেলিফিস নয়। এটির কর্ষিকা সংস্পর্শে সামান্য জলা পোড়ার অনুভূতি হতে পারে বলেও জানান তিনি।
বিজ্ঞানীরা দেখেছেন বিভিন্ন সময়ে এসব সাদা নুইন্যা মৎস্যজীবীদের বিহুন্দি জালে অযাচিত ভাবে আটকা পড়ে মারা যায় ও পরবর্তিতে কক্সবাজার,পটুয়াখালিসহ দেশের বিভিন্ন সমুদ্র সৈকতে ভেসে আসে। এই সাদা নুইন্যা বা হোয়াইট বল জেলিফিস(Lobonemoides robustus) খাদ্য হিসেবে ও প্রসাধন শিল্পে ব্যবহার হয়। বিশ্বের অনেক দেশেই জলিফিস জনপ্রিয় খাদ্য। আমাদের বঙ্গপোসাগর সাদা নুইন্যা বা Lobonemoides robustus এর অন্যতম আবাস হলেও আমাদের দেশে এর কোন ব্যবহার নেই। অথচ বিশ্বে জেলিফিসের ৫.৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে।
Posted ৬:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin