
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মেহেরপুরের গাংনীতে শিয়ালের কামড়ে অন্তঃসত্ত্বা নারীসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ৬৫ বছর বয়সী নিয়ামত আলী, নাফিম হাসান, মামুন হোসেন, অন্তঃসত্ত্বা আখি খাতুন, আক্কাস আলী ও নাজীর শাহ।
আহত নিয়ামত আলী বলেন, বাড়ি থেকে বের হতেই দৌড়ে এসে ডান পায়ে কামড়ে ধরে একটি শিয়াল। অনেক চেষ্টা করেও ছাড়াতে পারিনি। পরে চিৎকার শুরু করলে শিয়ালের মুখ থেকে আমাকে উদ্ধার করেন এক ভ্যানচালক।
অন্তঃসত্ত্বা আখি খাতুন বলেন, বাড়ির উঠানে বসে ছিলাম। এ সময় আমার পায়ে কামড়ে দেয় একটি শিয়াল। পরে লোকজন তাড়া করলে শিয়ালটি পালিয়ে যায়।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, শিয়ালের কামড়ে ছয়জন আহত হয়েছেন। তবে শিয়ালটিকে তাড়া করে পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয় লোকজন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহতরা।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin