
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আড়াই মাস পর করোনাশূন্য দিন দেখল চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। এর আগে গত ১৮ আগস্ট চট্টগ্রামে কারও দেহে করোনা শনাক্ত হয়নি।
শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সাতটি ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। এর আগে শুক্রবার চট্টগ্রামে ৭৪ জনের করোনা শনাক্ত হয়। তাছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ৪১৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin